মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে কেনাকাটায় অ্যামাজনের জুড়ি নেই। বেশ বড়সড় দোকানদার। সেই অ্যামাজন একটা সুপার মার্কেট চালু করেছে। সেখানে নেই ক্যাশিয়ার, নেই পণ্য স্ক্যান করানোর ঝুট ঝামেলা। আপনি যাবেন, পছন্দের জিনিস নেবেন; ব্যস হাতে বা ব্যাগে নিয়ে চলে আসবেন। কেউ আপনাকে থামাবে না! তবে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। আর ওই ফোনে নামানো থাকবে ‘অ্যামাজন গো’-এর অ্যাপ। যুক্তরাষ্ট্রের সিয়াটলে গত সোমবার থেকেই এ ধরনের সুপারশপ চালু করে দিয়েছে অ্যামাজন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, সুপারশপে প্রবেশের সময় ‘অ্যামাজন গো’ অ্যাপ থাকা ফোনটি ‘টাচ’ করাতে হবে। সুপারশপে থাকবে অনেক ক্যামেরা। ক্রেতা যা পণ্য কিনছে তা ধারণ করবে ক্যামেরা। অন্যান্য সুপারশপে একজন ক্যাশিয়ার থাকেন, তিনি পণ্য স্ক্যান করেন। অ্যামাজনের ওই সুপার শপে পণ্য স্ক্যান করানোর ঝামেলাও নেই। ক্রেতা যা নিচ্ছেন, তা ‘অ্যামাজন গো’ অ্যাপেই জানা যাচ্ছে আর সেখানেই তথ্য উঠে যাচ্ছে- কী কেনা হলো, কত খরচ হলো। ক্যামেরা আর অ্যাপের প্রযুক্তিটা এভাবেই ব্যবহার করা হয়েছে। এমনকি বিক্রেতা যদি কোনো পণ্য পরিবর্তনও করেন সেটার তথ্যও চলে আসবে আর খরচের পরিমাণ যোগ হবে। বিবিসি জানিয়েছে, ওই সুপারশপে আপনাকে ঘিরে রাখবে শতাধিক উন্নত প্রযুক্তির ক্যামেরা। এসব ক্যামেরা মানুষের সঙ্গে মানুষের, বিভিন্ন পণ্যের সঙ্গে পণ্যের পার্থক্য করতে পারে। এমনকি একই মোড়কের ভিন্ন স্বাদের পণ্যও আলাদা করতে পারে এসব ক্যামেরা। এ ছাড়া ওজন নির্ণয়ের জন্যও স্পর্শভিত্তিক প্রযুক্তি বা সেন্সর স্থাপন করা হয়েছে। প্রতিটি পণ্যের নির্দিষ্ট ওজন অনুযায়ী রেকর্ড রাখে এই সেন্সর। পণ্য তুলে নিলে, আবার রেখে দিলেও রেকর্ড থাকবে এই সেন্সরে। অ্যামাজনের এক কর্মকর্তা জানান, সুপারশপটি ২০১৬ সালে পরীক্ষা করার জন্য খোলা হয়। খুব দ্রুত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এমনটা আশা করা হচ্ছিল। ইনডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।