মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা বা শাটডাউন শেষ হওয়ায় কেন্দ্রীয় সরকারের কয়েক লাখ কর্মচারী হাফ ছেড়ে বেঁচেছেন। গত সোমবার সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে একমত হওয়ার পর তাদের মধ্যে স্বস্তি দেখা দেয়। সরকারের শাটডাউনের জন্য তারা কয়েক ঘণ্টা কাজে যোগ দিতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের শাটডাউন। প্রায় তিনদিন অচলাবস্থা চলার পর সোমবার রাতে ৮ ফেব্রæয়ারি পর্যন্ত সরকার পরিচালনার জন্য একটি তহবিল পাসের বিলে স্বাক্ষর করেন তিনি। শাট ডাউনের সময় জরুরি নয় এমন সরকারি কর্মচারীদের সাময়িক ছুটি বা অস্থায়ী বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছিল। শুধু জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত বিভাগগুলোকে শাটডাউনের জরুরি বিভাগ হিসেবে খোলা রাখা হয়েছিল। শুক্রবার রাতে শুরু হওয়া শাটডাউনের কারণে প্রায় ৮ লাখ কর্মচারী বেকার হয়ে পড়েছিল। তবে প্রথম দুই দিন ছুটি থাকায় খুব বেশি প্রভাব পড়েনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।