বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যার চেষ্টার অভিযোগ এনে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের আইন বিষয়ক কর্মকর্তা জিএম এ সাত্তার বাদী হয়ে ওই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১ হাজার জনকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আইভীকে পরিকল্পিতভাবে হত্যার জনই লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি আবদুর রাজ্জাক জানান, মামলার জন্য একটি আবেদন করা হয়েছে। এখনো মামলা রেকর্ড হয় নাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে।
প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি হকার বসানো নিয়ে চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে সংঘর্ষে সিটি মেয়র আইভীসহ অন্তত অর্ধশত আহত হয়। সেদিন মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করতে দেখা যায়। ঘটনার দুইদিন পর আইভী ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।