Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াকফ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঘুষ হিসেবে এক লাখ ২৯ হাজার টাকাসহ গ্রেফতার হওয়া বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই আদালতে ওই চার্জশিট দাখিল করা হবে বলে সূত্রে জানা যায়।
গত ৫ নভেম্বর ঘুষসহ রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। তিনিই তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদক জানায়, মোতওয়াল্লী কমিটির সদস্য মো. ফারুক হোসেনের ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের নামে বিভিন্ন দাগে মোট ১ দশমিক ২৫ একর সম্পত্তি আছে। মসজিদ উন্নয়নের জন্য মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে ০ দশমিক ৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতির জন্য ২০১৩ সালের ১ আগস্ট ওয়াকফ প্রশাসক বরবার ঢাকা আবেদন করেন তিনি। কিন্তু স¤প্রতি ফারুক হোসেন দুদক অভিযোগকেন্দ্রের হটলাইন অভিযোগ করেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খান কাজটি করে দেয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ