নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : দাবা একটি জনপ্রিয় খেলা। খেলাটি প্রসার, উন্নয়ন ও সর্বস্তরে অধিকতর জনপ্রিয় করতে সিজেকেএস নিয়মিত বিভিন্ন পর্যায়ে দাবা প্রশিক্ষণ, প্রতিযোগিতা, টুর্ণামেন্ট, লীগ ইত্যাদি আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে সিজেকেএস কনভেনশন হলে প্রিমিয়ার বিভাগ ও প্রথম বিভাগ দাবা লীগ শুরু হচ্ছে। সিটি মেয়র ও সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন লীগের উদ্বোধন করবেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রিমিয়ার লিগে ৮টি দল এবং প্রথম বিভাগে ১২টি দল অংশগ্রহণ করছে। প্রিমিয়ার লিগের ৮টি দলে ৪০ জন এবং প্রথম বিভাগের ১৩টি দলে ৬৫ জনসহ মোট ১০৫ জন দাবাড়– অংশগ্রহণ করছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবং প্রথম বিভাগ সুইচ লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সর্বনিম্ন ২টি দল প্রথম বিভাগে এবং প্রথম বিভাগের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল প্রিমিয়ারে উত্তীর্ণ হবে। সাংবাদিক সম্মেলনে সিজেকেএস নির্বাহী কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলাম, দাবা কমিটির সেক্রেটারী তনিমা পারভিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।