Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে সরকারি সেনাদের সাথে বামপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে ৫ জন নিহত

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার সরকারি সেনাদের সাথে বামপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আঞ্চলিক সেনা মুখপাত্র মেজর এজরা বালাগটি বলেন, ‘মিন্দানাও প্রদেশের উত্তর কুতাবাতো এলাকায় সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজন নিউ পিপলস আর্মির(এনপিএ)’র গেরিলা সদস্য এবং অপর জন সরকারি সেনা সদস্য।’ সেনা মুখপাত্র বালাগটি বলেন, লোয়াউন গ্রামে স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে বামপন্থী বিদ্রোহীরা সরকারি সেনা ও মিলিশিয়াদের একটি ঘাঁটি ঘেরাও করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ভোর ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে নিহত ৪ বিদ্রোহীর লাশ ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়। তিনি বলেন, ‘বিদ্রোহীরা সরকারি সেনাদের ওপর হামলা করার আগেই প্রতিরোধের মুখে পড়ে।’ পালিয়ে যাওয়া গেরিলাদের আটক করতে এলাকায় সেনা অভিযান চলছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ