Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ফুটবল তারকা জর্জ উইয়াহ

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নতুন এক প্রেসিডেন্ট গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু তিনি কোন পেশাদার রাজনীতিক নন। তিনি আন্তর্জাতিক ফুটবল লেজেন্ড জর্জ উইয়াহ। চেলসি এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে তিনি দীর্ঘদিন খেলেছেন। তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার ব্যালঁ ডি’অর পুরষ্কার জিতেছেন।
বিবিসির সংবাদদাতা খবর দিচ্ছেন, মনরোভিয়ার যে স্টেডিয়ামে মি. উইয়াহর শপথ গ্রহণ করেন, সেখানে রাত থেকেই মানুষ জড়ো হতে শুরু করেছিল। সেলেব্রিটি ফুটবলাররা এসে যোগ দেন এই অনুষ্ঠানে। চেলসির দিদিয়ে ড্রগবা, ক্যামেরুনের স্যামুয়েল এটো এবং নাইজেরিয়া থেকে সানডে ওলিসে ও টারিবো ওয়েস্ট- সবাই আসেন। লিওনেল মেসিও এখন মনরোভিয়ায় আছেন, এরকম একটা গুজবও শোনা গিয়েছিল। কিন্তু যতই জনপ্রিয় হোন না কেন জর্জ উইয়াহর সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ। লাইবেরিয়ায় ১৯৯০-এর দশকে গৃহযুদ্ধের জের এখনও কাটেনি। অর্থনীতি পর্যুদস্ত। বেকারত্বের হার অনেক উঁচু।
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিদেশি পর্যটকরা কিংবা ব্যবসায়ীরা লাইবেরিয়ায় যেতে নারাজ। কিন্তু তার পরও জর্জ উইয়াহর প্রতি আস্থা রেখে লাইবেরিয়ানরা তাকিয়ে আছেন এক নতুন ভবিষ্যতের দিকে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ