Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় ৩৪ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১০:২৩ এএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুর বিল ফজইল্লা ঘোনা নামক এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে উখিয়া বনবিভাগ।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জনগণ অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় মেম্বার নুরুল কবিরকে জানালে মেম্বার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকতা সাথে সাথে বনবিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠালে বিট কর্মকর্তা আমির হোসেন গজনবি সহ অন্যান্য বনকর্মীরা সাপটি ধরে সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে উখিয়া রেন্জ অফিসে নিজে আসেন। উখিয়া রেন্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,ধৃত অজগর সাপটি ৯ হাত লম্বা(১৪ ফুট) ও সাপটির ওজন প্রায় ৩৪ কেজি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান জানান, আমি কক্সবাজার জেলা বিভাগীয় বন কর্মকতার সাথে কথা বলেছি, ধৃত অজগর সাপটি জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী ন্যাচারাল পার্কে অবমুক্ত করা হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ