Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিযবুত তাওহীদ-এলাকাবাসী সংঘর্ষ সোনাইমুড়ীতে নিহতের লাশ ১০ দিন পর উত্তোলন

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সোনাইমুড়ী উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ীতে হিযবুত তাওহীদ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় নিহত দরিদ্র কৃষক মুজিবুল হক (৫০) লাশ গতকাল সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদের উপস্থিতিতে সোনাইমুড়ী থানা পুলিশ উত্তোলন করে। উক্ত ঘটনায় এ পর্যন্ত আদালত ও থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার পোরকরা গ্রামে হিযবুত তাওহীদের লোকজন বসবাস করে ইসলাম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। ২০০৯ সালে হিযবুত তাওহীদের লোকজন ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে সংঘর্ষ বাধে। গত ২৪ ফেব্রæয়ারি ২০১৬ ইং তারিখে হিযবুত তাওহীদের লোকজন পোরকরা গ্রামে কর্মী সমাবেশ করে। এ সমাবেশে তাদের নেতা সেলিমসহ অন্যান্যরা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনায় ঐ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসী তাদের ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে গত ১৪ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়ে যাওয়ার পথে চাষিরহাট বাজারে স্থানীয় হিযবুত তাওহীদের লোকজন বহিরাগত তাদের অনুসারীদের এনে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় হিজবুত তাওহীদ ও এলাকাবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে খোদগাস্তা গ্রামের মৃত আজহার আলীর পুত্র দরিদ্র কৃষক মজিবুল হক (৫০) সহ হিযবুত তাওহীদের ২ সদস্য রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিযবুত তাওহীদ-এলাকাবাসী সংঘর্ষ সোনাইমুড়ীতে নিহতের লাশ ১০ দিন পর উত্তোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ