Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজে ফিরল শ্রীলঙ্কা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের রংটাও কি তাতে বেড়ে গেল না। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল চন্ডিকা হাতুরুসিংহের দল। তার মানে নিজ দেশের কোচ হিসিবে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেন বাংলাদেশের সদ্য সাবেক কোচ।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৪৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৪৪.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় লঙ্কানরা। ব্যাটে বলে দলের জয়ে নেতৃত্ব দেন দলের অভিজ্ঞ অল-রাউন্ডার থিসারা পেরেরা।
মামুলি লক্ষ্যে শুরুটা ভালো হলেও ১ উইকেটে ১০৩ থেকে ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দিনেশ চান্দিমালের দল। ১৪৫ রানে গুনারতেœ ফেরার পর কিছু একটা করতে হতো থিরার পেরেরার। অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে পেরেরা একাই করেন ২৬ বলে ৩৯ রান। ওপেনার কুসল পেরেরা করেন ৫৭ বলে ৪৯। জিম্বাবুয়ের মুজারাবানি ৩টি উইকেট নেন।
এর আগেও ৪৪ রানের উদ্বোধনী জুটির পরও জিম্বাবুয়ে পথ হারায় মূলত পেরেরা তান্ডবে। শীর্ষ চার জিম্বাবুয়ান ব্যাটসম্যানই তার শিকার। তার অসাধারণ এক স্পেলে ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। নিজের টানা তিন ওভারে উইকেট তিনটি নেন পেরেরা। দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (২০) ও সলোমন মিরের (২১) মাঝে ফেরান ক্রেইগ আরভিনকে (২)। তার সঙ্গে যোগ দেন লক্ষণ সান্দাকান ও নুয়ান প্রদীপ। মাঝের উইকেট দুটি নেন সান্দাকান। শেষ তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে দুশো রানের মধ্যে বেধে ফেলেন প্রদীপ। জিম্বাবুয়ের ইনিংসে একমাত্র ফিফটি ব্রেন্ডন টেইলরের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক ক্রেমার। আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে এদিন মাঠে নামে জিম্বাবুয়ে। লঙ্কান দলে হাসারাঙ্কার জায়গায় খেলেন লক্ষণ সান্দাকান।
সিরিজের অপর দল স্বাগতিক বাংলাদেশ টানা দুই জয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করায় দুই টায়ারের লিগ পর্বের লড়াইটা মূলত এই দুই দলের মধ্যে। জিম্বাবুয়ের কাছে ম্যাচটি ছিল সেমিফাইনালের, জিতলেই ফাইনাল নিশ্চিত হত জিম্বাবুয়ের। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

স ং ক্ষি প্ত স্কো র
জিম্বাবুয়ে : ৪৪ ওভারে ১৯৮ (মাসাকদজা ২০, মিরে ২১, আরভিন ২, টেইলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রেমার ৩৪, জার্ভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০; লাকমল ০/২৩, প্রদীপ ৩/২৮, থিসারা ৪/৩৩, ধনঞ্জয়া ০/৪৫, সান্দাকান ২/৫৭, গুনারতেœ ০/৪)।
শ্রীলঙ্কা : ৪৪.৫ ওভারে ২০২/৫ (কুসল পেরেরা ৪৯, থারাঙ্গা ১৭, মেন্ডিস ৩৬, ডিকভেলা ৭, চান্দিমাল ৩৮*, গুনারতেœ ৯, থিসারা ৩৯*; জার্ভিস ১/৩৪, চাতারা ১/৪০, মুজারাবানি ৩/৫২, রাজা ০/৪৪, ক্রেমার ০/২৯)।
ফল : শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : থিসারা পেরেরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ