Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথম দিনে তিন সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিসিএলের তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষ হয়েছে ব্যাটসম্যানদের দাপটের মধ্য দিয়ে। রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে পুরো দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে পূর্বাঞ্চল। খুলনায় কুয়াশার বাঁধায় খেলা হয় ৫৭ ওভার। তা থেকে দক্ষিণঅঞ্চলের বিপক্ষে ৩ উইকেটে ২১৪ রান তুলে নিয়েছে উত্তরাঞ্চল।
পূর্বাঞ্চলের হয়ে ওয়ানডে দলে জায়গা হারানো লিটন দাশ পেয়েছেন সেঞ্চুরির দেখা। আউট হয়েছেন ১৮৬ বলে ১১২ রানের ইনিংস খেলে। তারই সতীর্থ জাকির হাসান অপরাজিত আছেন ১৫৬ রানের ক্যারিয়ার সেরা ব্যাটিং করে। ৩৫ রান নিয়ে তার সঙ্গে ব্যাট করছেন তাসামুল। ৮৯ রানে জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা।
খুলনায় ১৬৯ রানের উদ্বোধনী জুটির পর মাত্র ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে উত্তর। নিজের টানা দুই ওভারে তিনটি উইকেটই নেন আগের ম্যাচেই দেশের হয়ে প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে ৫’শ উইকেট নেয়া আব্দুর রাজ্জাক। প্রধমে ১৫৫ বলে ১০৬ রান করা মিজানুর রহমানকে ফেরার বোল্ড করে। এরপর নিজের পরের ওভারের টানা দুই বলে নাজমুল হাসান শান্ত ও ফরহাদ হোসেনকেও ফেরান সাজঘরে। ৮২ রান নিয়ে শতকের পথেই আছেন জুনায়েদ সিদ্দিকি। ২৫ রানে তার সঙ্গে অপরাজিত আছেন জাতীয় দলের আরেক সাবেক ব্যাটসম্যান নাঈম ইসলাম।
পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৩২/৩ (লিটন ১১২, মারুফ ১৭, মুমিনুল ৪, জাকির ১৫৬*, তাসামুল ৩৫*; তাসকিন ০/৫৭, হায়দার ১/২৫, মোশাররফ ০/৫৯, শুভাগত ২/৯৬, তানবীর ০/৭৪, রবি ০/১৪)।
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৫৭ ওভারে ২১৪/৩ (মিজানুর ১০৬, জুনায়েদ ৮২*, শান্ত ০, ফরহাদ ০, নাঈম ২৫*; দেলোয়ার ০/২০, আল আমিন ০/৩৩, রাব্বি ০/৫৪, রাজ্জাক ৩/৬২, সৌম্য ০/২০, মোসাদ্দেক ০/২৫)। *প্রথম দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ