Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু আজ

খেলার খুচরো

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাইফ পাওয়ারটেক লিমিটেডের আর্থিক সহযোগিতায় আজ থেকে মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ। এ লিগের নামকরণ হয়েছে ‘সাইফ পাওয়ার ব্যাটারী তৃতীয় বিভাগ ফুটবল লিগ’। মোট ১৯টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের তৃতীয় বিভাগ লিগ। দলগুলো দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ১৪ মার্চ। এই পর্ব শেষে দু’গ্রæপ থেকে পাঁচটি করে দল সুপার লিগে উঠে আসবে। সুপার লিগের সেরা পাঁচ দল উঠবে দ্বিতীয় বিভাগে। লিগের সবগুলো খেলাই কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্ট. আবাহনীর জয়
চট্টগ্রাম ব্যুরো : প্রিমিয়ার ক্রিকেট লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী তাদের প্রথম ম্যাচে পেরেছিল পরাজয়ের স্বাদ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এ দলটি বেশ ভালভাবেই ঘুরে দাঁড়িয়ে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে ১২৩ রানের বড় ব্যবধানে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের ম্যাচে আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৮৮ রান করে। উদ্বোধনী ব্যাটসম্যান মিরাজুল হক দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া রুবেল ৫৬ ও মাসুকুর ৫৪ রান করলে আবাহনী বড় ইনিংসের দেখা পায়। এর জবাবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১৬৫ রানে সবাই আউট হয়ে যায়। আবাহনীর বোলার ইদ্রিস ৪/৩৫, মিজানুর ৩/৪৭ উইকেট লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ