মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত সীমান্তের ওপার থেকে পাক রেঞ্জারের গোলাবর্ষণে গত শনিবার জম্মু-কাশ্মীরে ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক কাশ্মীরি কিশোর রয়েছে। মারা গেছে এক সেনা সদস্যও। এছাড়া আহত হয়েছে দুই বিএসএফ সদস্য সহ আরও ১১ জন। শনিবার ভোর থেকে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারতের ৩০ টি সেনা চৌকিকে লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বিচারে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ। পাক সেনার লক্ষ্য ছিল উত্তর জম্মুর সীমান্তবর্তী আর.এস.পুরা সেক্টর থেকে আখনুর সেক্টররের গ্রামগুলিও। পাল্টা জবাব দিতে থাকে ভারতীয় সেনারাও। দুই পক্ষের গোলাগুলির মধ্যেই প্রাণ হারায় মনদীপ সিং (২৩) নামে এক সেনা সদস্য। সেনাবাহিনীর নর্দান কমান্ডের মুখপাত্র কর্ণেল এন.এন.যোশী জানান, ‘শনিবার সকাল ৮.২০ মিনিট থেকেই এলওসি বরাবর কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে গুলি চালাতে শুরু করে। গুলিতে সিপাই মনদীপ সিং গুরুতর ভাবে আহত হন, পরে তার মৃত্যু হয়। অন্যদিকে দুই পক্ষের গুলিতে মৃত্যু হয় আর.এস.পুরা সেক্টরের কাপুরপুর গ্রামের বসিন্দা ঘরা সিং (১৭), বেরা গ্রামের বাসিন্দা ঘর সিং (৪৫)-এর। বিকালের দিকে পাক সেনাবাহিনীর ছোঁড়া গোলাবর্ষণে নিহত হয় তারসেম কুমার (৩২) নামে আরও এক স্থানীয় বাসিন্দা, তার বাড়ি কানাচক সেক্টরের গজনসু গ্রামে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।