মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ তত্ত¡ ‘বৈজ্ঞানিকভাবে ভুল’ বলে দাবি করেছেন ভারতের জুনিয়র শিক্ষামন্ত্রী। স্কুল ও কলেজের টেক্সটবুক থেকে এই সূত্রটি সরানো দরকার বলে মন্তব্য করেছেন মন্ত্রী সত্যপাল সিং। তবে দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী সত্যপাল ইংরেজ প্রকৃতিবিজ্ঞানীর ওই তত্তে¡র বিপরীতে অন্য কোনো তত্ত¡ প্রস্তাব করেননি; শুধু বলেছেন, আমাদের পূর্বপুরুষরা কোথাও উল্লেখ করেননি যে তারা একটি বনমানুষকে মানুষ্য সন্তানে রূপান্তরিত হতে দেখেছেন। ডারউইনের তত্ত¡ বৈজ্ঞানিকভাবে ভুল। কলেজ ও স্কুলের পাঠ্যক্রমে পরিবর্তন আনা দরকার। পৃথিবীতে মানুষ আসার পর থেকে তারা সবসময় মানুষই ছিল, বলেন তিনি। মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদে ‘নিখিল ভারত বৈদিক সম্মেলনে’ মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার সত্যপাল এসব কথা বলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় ভারতীয় পুলিশ সার্ভিস থেকে অবসর নিয়েছিলেন তিনি। তিনি আরো বলেছেন, আমাদের পূর্বপুরুষরাসহ কেউই বলেনি বা লিখে যায়নি যে তারা একটি বনমানুষকে মানুষ্য সন্তানে রূপান্তরিত হতে দেখেছেন। আমরা যত বই পড়েছি এবং আমাদের দাদা-নানারা যত গল্প আমাদের বলেছেন তার কোনোটিতেই এ ধরনের কোনো কিছুর উল্লেখ ছিল না। ২০১৩ সালে মুম্বাইতে ২২ বছর বয়সী এক ফটোসাংবাদিক দলগতভাবে ধর্ষিতা হওয়ার সময় তিনি শহরটির পুলিশ প্রধান ছিলেন। ওই ঘটনা নিয়ে তার একটি মন্তব্য ওই সময় ব্যাপক সমালোচিত হয়েছিল। বিবর্তনের জনক হিসেবে সম্মানিত ডারউইনের তত্ত¡ানুযায়ী, বিশাল সময়ের ব্যবধানে একই পূর্বসূরি থেকে পরিবর্তিত হতে হতে সব ধরনের প্রাণীর উদ্ভব ঘটেছে, প্রাণীর এই পরিবর্তন যাকে বিবর্তন বলে ঘটেছে লাখ লাখ বছর ধরে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।