রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলা শহর পরিষ্কার করা হলো এক ঘণ্টার মধ্যেই। শহর পরিষ্কার কাজে অংশ নেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন। গতকাল শনিবার শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে। এরপর সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনও আবদুল হাই মিলটন, থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন, জাসদের উপজেলা সভাপতি মুসলিম আলী মাস্টার, সিপিবির সভাপতি নুরে আলম মানিক, ওয়ার্কার্স পার্টির নেতা ছাদেকুল ইসলাম দুলাল, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক নেতা সন্তোষ কুমার বিকাশ, উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব প্রমুখ। আলোচনা শেষে একযোগে শহর পরিষ্কার কাজ শুরু হয়। বঙ্গবন্ধু মুর্যাল চত্বর হতে বাহির গোলা মসজিদ মোড়, কাঁঠালতলী মোড়, হাসপাতাল রোড, ডি ডব্লিউ কলেজ মোড় ও সুন্দরগঞ্জ থানা রোড ও উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত শহরের সমস্ত ময়লা পরিষ্কার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।