Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-রাশিয়ার সাথে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত

নয়া প্রতিরক্ষা কৌশল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস মাট্টিস বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থব্যয় না করে সামরিক শক্তিবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়া দরকার। নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণার পর জেনারেল ম্যাট্টিস বলছেন, চীন বা রাশিয়ার মত পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে- তাই তাদের সাথে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত। নাইন-ইলেভেনের পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচালিত মার্কিন অভিযানকে আর মূল বিষয় হিসেবে দেখতে চায় না ট্রাম্প প্রশাসন। নতুন প্রতিরক্ষা নীতি মার্কিন সামরিক নীতির বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। জেমস ম্যাট্টিস বলছেন, ‘আমরা ক্রমেই রাশিয়া এবং চীনের মতো ক্ষমতাধর দেশগুলি থেকে হুমকির মুখোমুখি হচ্ছি। তারা স্বৈরাচারী মডেলের সাথে মিল রেখে একটি বিশ্ব তৈরি করতে চায় যা কিনা অন্যান্য দেশের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করবে। মার্কিন সামরিক বাহিনীর জন্য আরো বরাদ্দ দেয়া আর অকারণ কাটছাঁট বন্ধের জন্য কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন ম্যাট্টিস। খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রতিরক্ষা কৌশল ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কৌশলে ইরানকে আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার দেশটির নয়া জাতীয় প্রতিরক্ষা কৌশলের দলিল প্রকাশ করে। ১১ পৃষ্ঠার ওই দলিলে দাবি করা হয়েছে, ইরান এখনো সন্ত্রাসবাদের সমর্থন দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মার্কিন নয়া প্রতিরক্ষা কৌশলের অন্য অংশে বলা হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকার পাশাপাশি প্রক্সি যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এ ছাড়া, ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচির সমৃদ্ধি ঘটিয়ে আঞ্চলিক পরাশক্তি হওয়ার চেষ্টা করছে। নয়া মার্কিন প্রতিরক্ষা কৌশলে আরো দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর লাগাম টেনে ধরার চেষ্টা করবে আমেরিকা। মার্কিন সরকার এমন সময় ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী করল যখন ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধে আমেরিকায় তৈরি নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিবিসি, রয়টার্স,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ