Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন সিসি

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার ঘোষণা দিয়েছেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল-সিসি। শুক্রবার এক টেলিভিশন ভাষণে এ কথা জানান মিশরের সামরিক বাহিনীর সাবেক প্রধান সিসি। সিসি’র শাসনে মিসরে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে এসেছে। কিন্তু সমালোচকরা বলছেন, কঠোর অর্থনৈতিক সংস্কার জনগণের রুজি-রোজগারে প্রভাব ফেলায় ও ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন চালানোয় সিসির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অপরদিকে তার সমর্থকরা বলছেন, উত্তর সিনাই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) হামলাসহ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মুখে দেশকে স্থিতিশীল করতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভাষণে সিসি বলেন, “আজ আমি আপনাদের অকপটে পরিষ্কারভাবে বলছি, আমি আশা করছি প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থীতা অনুমোদন ও গ্রহণ করবেন আপনারা।” রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ