Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যামাইকায় জরুরি অবস্থা ব্রিটিশ পর্যটকদের সতর্ক

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকার মন্টেগো বে-তে জরুরি অবস্থা জারির পর সেখানে অবস্থান করা ব্রিটিশ পর্যটকদের তাদের অবকাশ কেন্দ্রের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ‘গোলাগুলির ঘটনার’ পর জ্যামাইকা সরকার সেইন্ট জেমস এলাকায় জরুরি অবস্থা জারি করে বলে জানিয়েছে বিবিসি। এরপর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জ্যামাইকায় থাকা নাগরিকদের ‘বড় ধরনের সামরিক অভিযান চলার সময়’ হোটেল কিংবা রিসোর্টের ভেতরেই থেকে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছে। প্রতি বছর প্রায় দুই লাখ ব্রিটিশ পর্যটক ক্যারিবীয় এ দ্বীপ রাষ্ট্রটিতে পা রাখে। “নির্দিষ্ট জায়গার বাধ্যবাধকতাসহ স্থানীয় পরামর্শ মেনে চলা উচিত পর্যটকদের। রাতে ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা বজায় রাখা উচিত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ