Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে পারবে?

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতার ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকে এই আয়োজন শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ ছিল না। উপসাগরীয় অন্যান্য আরব দেশও এই আয়োজনে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করে। প্রতিবেশী একাধিক দেশ হোটেল ও প্রশিক্ষণ সুবিধাদি দেওয়ার প্রস্তাব দেয়। সংযুক্ত আরব আমিরাত একধাপ এগিয়ে বলেছিল, কিছু ম্যাচ তারাই আয়োজন করে দেবে। কিন্তু গত বছরের জুনেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ছেদ ঘটায় সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব ও বাহরাইন। দেশ তিনটির আপত্তি হলো, কাতার কিছু ইসলামপন্থী গোষ্ঠী ও তাদের চিরশত্রæ ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাতারের সম্পর্কের এই অবনতির প্রেক্ষিতে বিকল্প বা অতিরিক্ত ভেন্যু হিসেবে প্রস্তুতি নিচ্ছে যে দেশটি, সেটি হলো ইরান। ইকোনমিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ