Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারতে উগ্র হিন্দুত্ববাদ বিস্তারের জন্য ক্ষমতাসীনরা দায়ী’

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে উগ্র হিন্দুত্ববাদের বিস্তারের জন্য ক্ষমতাসীন রাজনীতিকদের দায়ী করলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ। দেশটির মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
গত বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড রিপোর্ট-২০১৮’-এ বলা হয়, গেলো বছর নানা অজুহাতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর কমপক্ষে ৩৮ বার হামলা হয়েছে। যার ১০টি ছিল প্রাণঘাতী। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, অনীহার কারণেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঠেকাতে বারবার ব্যর্থ হয়েছে মোদি প্রশাসন। তিনি আরও দাবি করেন, সরকারের শীর্ষ নেতারা প্রকাশ্যে উগ্রপন্থীদের সমর্থন দেন। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হওয়ায় জবাবদিহিতার সঙ্কট তৈরি হয়েছে বলেও তার অভিযোগ। বিরোধী মতাদর্শীদের ওপর দমনপীড়ন এবং তথ্য সরবরাহ ও সংবাদকর্মীদের কাজে বাধা সৃষ্টিরও অভিযোগ আনা হয় প্রতিবেদনটিতে। সূত্র: ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ