নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : টিম বিজেএমসিকে হারিয়ে ‘সি’ গ্রæপ থেকে স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের জয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীও উঠে গেল কোয়ার্টার ফাইনালে। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রæপের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারায় বিজেএমসিকে। বিজয়ী দলের হয়ে নয়ন ও সবুজ একটি করে গোল করেন। বিজেএমসির রবিন এক গোল শোধ দেন।
এর আগে বুধবার এই গ্রæপের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে হারায় বিজেএমসিকে। ফলে একটি করে ম্যাচ খেলে আবাহনী ও শেখ রাসেল ৩ পয়েন্ট করে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেল। দু’ম্যাচ হেরে বিজেএমসি ছিটকে পড়লো স্বাধীনতা কাপ থেকে। আগামী বৃহস্পতিবার গ্রæপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে আবাহনী ও রাসেল।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল খেলে শেখ রাসেল। ১৯ মিনিটে তারা সহজ সুযোগ নষ্ট করে। এসময় বিজেএমসির ডি-বক্সের সামনে ফ্রি কিক পায় শেখ রাসেল। মোনায়েম খান রাজুর ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৩৯ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে সৈয়দ রাশেদ তুর্য্যর নেয়া ভলি বার ঘেঁষে বেরিয়ে গেলে শেখ রাসেলের হতাশা আরও বাড়ে। পাল্টা আক্রমণ থেকে বিজেএমসির ফরোয়ার্ড আলী আকবর কাকনের শটও বাইরে চলে যায়।
ম্যাচের ৬১ মিনিটে আবারও গোলবঞ্চিত হয় রাসেল। এসময় খালেকুরজ্জামান সবুজের শট ক্রসবারে লেগে ফেরত আসে। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে কাঙ্খিত গোল পায় বিজয়ীরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বিজেএমসির ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে গোল করেন নয়ন (১-০)। ছয় মিনিট পর স্পট কিক থেকে বিজেএমসিকে সমতায় ফেরান মোহাম্মদ রবিন। প্রথম দফায় রবিনের স্পট কিক ঠিকানা খুঁজে পেলেও বিজেএমসির খেলোয়াড়রা আগে বক্সে ঢুকে পড়ায় গোল বাতিল করে ফের শট নিতে নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় দফায় গোলরক্ষকে বোকা বানিয়ে ডান দিক দিয়ে বল জালে ফেলে রবিন (১-১)। ম্যাচের যাগ করা সময়ে (৯০+৩) ডি-বক্সে জটলার মধ্যৗ থেকে শটে গোল করে রাসেলের জয় নিশ্চিত করেন সবুজ (২-১)। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত ‘এ’ গ্রæপের ম্যাচে মোহামেডান গোলশূণ্য ড্র করে রহমতগঞ্জের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।