নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লোয়ার ও লোয়ার-মিডিল অর্ডারের লড়াইয়ের পরও শেষ রক্ষে হলো না পাকিস্তানের। নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতেই হলো পাকিস্তানকে। এই নিয়ে তৃতীয়বারের মত ৫ ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো পাকিস্তান, তবে নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১০ সালে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকরা।
টানা ৯ ম্যাচ জিতে নিউজিল্যান্ডে পা রেখেছিল উপমহাদেশের দলটি। বাকিটা ব্যর্থতার চাদরে মোড়া। ওয়েলিংটনে গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ীরা হেরেছে ১৫ রানে।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয়া নিউজিল্যান্ড গাপটিলের ১৩তম ও পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রানের লড়ায়ের পুঁজি গড়ে। ১০টি চার ও ১টি ছক্কায় ১২৬ বলে ১০০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন গাপটিল। এছাড়া টেইলর ৭৩ বলে ৫৯, মুনরো ২৪ বলে ৩৪, গ্র্যান্ডহোম অপরাজিত ২১ বলে ২৯ ও উইলিয়ামসন ৩৬ বলে ২২ রান করেন। পাকিস্তানের রুম্মন রইস নেন ৩ উইকেট।
হোয়াইটওয়াশ এড়াতে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে এবারও ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ৫৭ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। এরমধ্যে ৩টি উইকেটই নেন ম্যাট হেনরি। হারিস সোহেল ও শাদাব খানের ১২২ বলে ১০৫ রানের জুটিতে সেই ধাক্কা সামলেও নেয় তারা। কিন্তু দুজনকেই ফিরিয়ে আবার স্বাগতিকদের ম্যাচে ফেরান বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার। তখনই শেষ হয়ে যায় পাকিস্তানের জয়ের আশা। সোহেল ৮৭ বলে ৬৩ ও শাহদাব ৭৭ বলে ৫৪ রান করেন।
দলীয় ১৭১ রানে তাদের বিদায়ের পর চেষ্টা করেছিলেন আট থেকে দশে নামা তিন ব্যাটসম্যান। কিন্তু সেটা কেবল চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ ছিল, ম্যাচের চিত্রে কোন পরিবর্তন আসেনি। ২৫৬ রানে গিয়ে এক ওভার বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ম্যাচের সঙ্গে সিরিজ সেরাও হন গাপটিল।
আগামী পরশু থেকে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ।
স ং ক্ষি প্ত স্কো র
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৭১/৭ (গাপটিল ১০০, মুনরো ৩৪, উইলিয়ামসন ২৩, টেইলর ৫৯, ডি গ্র্যান্ডহোম ২৯*, নিকোলস ১, ল্যাথাম ২, স্যান্টনার ১, সাউদি ১৪*; ইয়ামিন ১/৬৫, রইস ৩/৬৭, নওয়াজ ০/৪৩, আশরাফ ২/৪৯, শাদাব ০/৩৫, আমিন ০/৬)।
পাকিস্তান : ৪৯ ওভারে ২৫৬ (ফখর ১২, আমিন ২, বাবর ১০, সোহেল ৬৩, হাফিজ ৬, সরফরাজ ৩, শাদাব ৫৪, আশরাফ ২৩, ইয়ামিন ৩২*, নওয়াজ ২৩, রাইস ৫; সাউদি ০/৪৬, হেনরি ৪/৫৩, ডি গ্র্যান্ডহোম ১/৪৮, ফার্গুসন ২/৬৪, স্যান্টনার ৩/৪০)
ফল : নিউ জিল্যান্ড ১৫ রানে জয়ী। সিরিজ : ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৫-০তে জয়ী। ম্যাচ ও সিরিজ সেরা : মার্টিন গাপটিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।