নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে অ্যারোন ফিঞ্চের শতকে ৩০৪ রান করেও ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া। আবারো সেঞ্চুরি করে দলের পরাজয় দেখলেন ফিঞ্চ। এবার ২৭০ রান করে ৪ উইকেটে হারলো অজিরা। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। ৪-০ ব্যবধানে অ্যাসেজ হারার পর দুর্দান্তভাবেই ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারীরা।
প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য ব্রিসবেন আশা দেখাচ্ছিল স্বাগতিকদের। শেষ ১০ ম্যাচের নয়টিতেই গ্যাবায় জিতেছিল অস্ট্রেলিয়া। তাছাড়া গ্যাবার উইকেটে ২৭০ রান নিরাপদ সংগ্রহের কথাই বলছিল। এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এখানে কেবল একবার, ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার ২৮২ তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান তাড়া করে জয়ের অভ্যেস বানিয়ে ফেলা ইংল্যান্ড এই রানও পেরিয়ে যায় ৩৪ বল হাতে রেখেই।
আগের ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়া জেসন রয় মাত্র ২ রানে ফিরলেও আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি ইয়ন মর্গ্যানের দলকে। আরেক ওপেনার জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলসের ফিফটি এবং জো রুট ও জস বাটলারের দুই চল্লিশোর্ধো ইনিংসে সহজেই লক্ষ্যে পৌছে যায় তারা। সপ্তম উইকেট জুটিতে রুটের সঙ্গে ৩৯ রানে অপরাজিত ছিলেন ক্রিস ওকস। অজিদের হয়ে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। মিডিল অর্ডার ব্যাটসম্যানরা আরেকটু দায়ীত্বশীল হলে সংগ্রহটা আরো বাড়াতে পারত অজিরা। শেষ ১১ ওভারে মাত্র ৬২ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। ফিঞ্চের ক্যারিয়ারের দশম শতকটি শেষ হয় ১১৪ বলে ৯টি চার ও ১ ছক্কায় ১০৬ রানে। বাকিদের মধ্যে কেবল ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাট থেকে আসে দুটি ত্রিশোর্ধো ইনিংস। সফরকারীদের হয়ে দুটি করে উইকেট নেন জো রুট ও আদিল রশিদ। স্মিথ ও হেডের মত দুটি মহাগুরুত্বপূর্ণ উইকেট নেন বোলার বনে যাওয়া রুট। পরে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলায় ম্যাচসেরাও হন এই ইংলিশ টেস্ট অধিনায়ক।
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৭০/৯ (ওয়ার্নার ৩৫, ফিঞ্চ ১০২, স্মিথ ১৮, মার্শ ৩৬, হোয়াইট ১৫*, ক্যারি ২৭; ওকস ১/৩৭, প্ল্যাঙ্কেট ১/৪৩, মঈন ১/৩১, রশিদ ২/৭১, রুট ২/৩১)।
ইংল্যান্ড : ৪৪.২ ওভারে ২৭৪/৬ (বেয়ারস্টো ৬০, হেলস ৫৭, রুট ৪৬*, মর্গ্যান ২১, বাটলার ৪২, ওকস ৩৯*; স্টার্ক ৪/৫৭, রিচার্ডসন ২/৫৯)।
ফল : ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জো রুট (ইংল্যান্ড)।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ইংলান্ড ২-০তে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।