Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুশফিক ৩০০ নটআউট

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩শ’ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল মিরপুরে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন মুশি। বাংলাদেশের জার্সি গায়ে ৫৮টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ৬১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যটসম্যান। মুশফিকের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ম্যাচ সংখ্যা ২৯৪। তৃতীয় সর্বোচ্চ ২৯১টি ম্যাচে অংশ নেয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২৮৪টি ম্যাচ খেলা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ