মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফরিন এলাকায় সম্ভাব্য তুর্কি সামরিক অভিযানের বিরূদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সিরিয়া। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তুরস্ককে সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা প্রতিহত করতে তার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। নিজেদের ভূখÐ দিয়ে উড়ে যাওয়া তুর্কি যুদ্ধবিমানকে সিরিয়া ‹ধ্বংস› করে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগøুর একটি বক্তব্যের পর সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এলো। যুক্তরাষ্ট্র স¤প্রতি এক বিবৃতিতে ঘোষণা দেয়, সিরিয়া-তুর্কি সীমান্তে ৩০ হাজার প্রশিক্ষিত বর্ডার গার্ড মোতায়েন করবে পেন্টাগন। মার্কিন এ বিবৃতির প্রতিক্রিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এসব সন্ত্রাসী বাহিনী মোতায়েন কোনও সুখকর কিছু নয়। যুক্তরাষ্ট্র যদি সীমান্তে কুর্দি গেরিলাদেরকে মোতায়েন করে তাহলে আঙ্কারা সিরিয়ার আফরিন ও মানবিজ এলাকায় অভিযান চালাবে। অবশ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার ওই বিবৃতি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সিরিয়া-তুর্কি সীমান্তে এ ধরনের কোনও বাহিনী মোতায়েনের পরিকল্পনা তাদের নেই। আফরিন সীমান্তে সম্ভাব্য তুর্কি অভিযানের হুঁশিয়ারিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সিরিয়া সরকার। সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তুর্কি নেতৃত্বকে সতর্ক করে বলেন, “যদি তুরস্কের নেতারা আফরিন এলাকায় সামরিক অভিযান চালান তাহলে দামেস্ক তাকে তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন হিসেবে গণ্য করবে।” আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।