Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : মস্কো

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আমেরিকা রাশিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার সরকার বিরোধী দলগুলোকে অর্থসাহায্য দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। রূশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা থেকে ‘ওপেনফিড’ নামে একটি ওয়েবসাইট চালানো হয় যেটি নিজেকে নিউজ পোর্টাল বলে দাবি করে। অথচ এটি মার্কিন গয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে বলা হয়, ওই ওয়েবসাইটটি আমেরিকা ও কানাডার রূশ কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি আমেরিকায় নিযুক্ত বর্তমান ও সাবেক কূটনীতিকদের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করে দেয়। মার্কিন সরকারের মদদ ছাড়া একটি নিউজ পোর্টালের পক্ষে এ কাজ করা সম্ভব নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকা ও কানাডায় নিযুক্ত রূশ কূটনীতিকদের দায়মুক্তির সুবিধা পাওয়ার যে কথা ছিল এ পদক্ষেপের মাধ্যমে তা লঙ্ঘন করেছে আমেরিকা। কাজেই আমেরিকার পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করে অপরাধ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন নিউজ পোর্টাল ‘ওপেনফিড’ বুধবার এক প্রতিবেদনে জানায়, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী কর্মকর্তারা রূশ কূটনীতিকদের আর্থিক লেনদেন পর্যালোচনা করে দেখেছেন। প্রতিবেদনে কয়েকজন রূশ কূটনৈতিকের লেনদেন সংক্রান্ত ব্যাংকের কাগজপত্র প্রকাশ করে দেয়া হয়। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি দেশটির ডেমোক্র্যাট পার্টি অভিযোগ করছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিযেছে। রাশিয়া অবশ্য বহুবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ