Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশে ফিরে অভিনয়ে রিচি সোলায়মান

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন : গত ৮ ডিসেম্বর দেশে ফিরেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। আমেরিকা থেকে দেশে ফেরার আগে অনেকে তার দেশে আসার খবর জানলেও নাটকে প্রস্তাব পাওয়ার পরও রিচি অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দেশে ফেরার পর তারসঙ্গে কথা হলে তিনি জানান, খুব কাছের কয়েকজন পরিচালক আছেন, যারা চাচ্ছেন আমি যেন এক’দুটো নাটকে অভিনয় করি। আসলে আমি চাইছিলাম অভিনয়ের বাইরে থেকে সময়টা কাটাতে। কারণ এবারই প্রথম ছেলে রায়ান’সহ মেয়ে ইলমাকে নিয়ে দেশে ফিরেছেন। ইলমার বয়স এখন পাঁচ মাস। অভিনয় করার আগ্রহ না থাকলেও পরিচালক রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় অবশেষে দেশে ফেরার পর ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন রিচি। এরমধ্যে ধারাবাহিকটির শূটিং-এ অংশ নিয়েছেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘এই নাটকেরই একটি অংশ এর আগে আমেরিকাতে ধারণ করা হয়েছে। দেশে এসে আমার প্রযোজিত নাটকেই প্রথম অভিনয় করলাম ছোট্ট একটি চরিত্রে। আমারা যারা টিভি নাটকে অভিনয় করি তাদের অনেকেরই স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করার। আমারও স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন অবশেষে পূরণ হলো। এমন বরেণ্য অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার মধ্যে ভালো লাগা হচ্ছে এটাই যে, তারা যখন অভিনয় করেন তখন রিঅ্যাকশানে যা করা হয় তাই অভিনয় হয়ে যায়। আমার অনেক বড় সৌভাগ্য যে ফেরদৌসী আপার সঙ্গে অভিনয় করতে পেরেছি।’ ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি শনি ও রবিবার রাত ৮.২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। রিচি আরো জানান, শিগগিরই তিনি চয়নিকা চৌধুরী ও সুমন আনোয়ারের নির্দেশনাতেও একটি নাটকে অভিনয় করবেন। আমেরিকা ফিরে যাবার আগে এর বাইরে আর কোন নাটকে তিনি অভিনয় করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ