Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভী-শামীম সমর্থকের সংঘর্ষ নিয়ে কিছুই বলবেন না কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:২৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় হকার উচ্ছেদ কেন্দ্র করে মেয়র আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেয়ার বিষয়ে কথা বলবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলবো না।’
শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ডা. সেলিনা হায়াৎ আইভিকে দেখতে যান তিনি। এ সময় চিকিৎসাধীন মেয়র আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
নারায়ণগঞ্জের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন, ব্যবস্থা নেবেন কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলবো না।’
মেয়র সেলিনা হায়াৎ আইভির সম্পর্কে বলেন, ‘মাইনর একটা স্ট্রোক করেছে। এখন আউট অব ডেঞ্জার। চার-পাঁচদিন পর্যবেক্ষণে থাকতে হবে।’
এর আগে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে হকার উচ্ছেদ অভিযান নিয়ে গত মঙ্গলবার সংঘর্ষের পর আইভী-শামীম ওসমান দু’জনকেই ঢাকায় তলব করার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের। তবে এর আগেই গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিক তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ