Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সা আর ‘অপরাজেয়’ নয়

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : টানা ২৯ ম্যাচে জয়। ইউরোপের শীর্ষ লিগগুলোতে মৌসুমের একমাত্র অপরাজিত দল ছিল বার্সেলোনা। বলতে গেলে হারের স্বাদ ভুলতে বসেছিল আর্নেস্তো ভালভার্দের দল। ভুলতে বসা হারের সেই তিক্ত স্বাদ তাদের উপহার দিল তাদেরই নগর প্রতিদ্ব›দ্বী এস্পানিওল। পরশু কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে গেছে বার্সা।
পুরো মৌসুমে এমন ঘুমপাড়ানি ফুটবল খেলতে দেখা যায়নি বার্সাকে। লিওনেল মেসি মাঠে থেকেও যেন ছিলেন না। এরপরও জয়ের সুযোগ যে একেবারেই তৈরী হয়নি তা না। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেছেন মেসি, পরে গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে পারেননি। গোলের সহজ সুযোগ মিস করেছেন সার্জিও বুসকেটসও। প্রথমার্ধে সাইড লাইনে থাকা লুইস সুয়ারেজ নেমেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি। ফলে ২০০৯ সালের পর নগর প্রতিদ্ব›দ্বীর বিপক্ষে প্রথম জয় তুলে নেয় এস্পানিওল। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে মার্ক নাভারোর বাড়ানো বল জালে বার্সার পাঠিয়ে দেন ওস্কার মেলেন্ডো।
তবে বার্সা ভক্তদের জন্যে আশার কথা হলো, দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলবে কাতালান জায়ান্টরা। ম্যাচ শেষে তাই খুব বেশি হতাশ হতে দেখা গেল না ভালভার্দের শিষ্যদের। বার্সার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকোটস বলেন, ‘আমরা জানতাম এমন দিন একসময় আসবে। আমরা ম্যাচটি ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আজকের দিনটি কার্যত আমাদের ছিলনা। তবে ভাল দিক হচ্ছে দ্বিতীয় লেগের ম্যাচটি আমাদের মাঠে, সেখানে ফিরে আসার যথেষ্ঠ সুযোগ রয়েছে। এটা সৌভাগ্যই বলতে হয়। যা কিছুই হোক না কেন জয় নিয়েই মাঠ ছাড়তে হবে।’
ম্যাচে বার্সেলোনা সুযোগ কমই পেয়েছে। তবে সার্জি রবার্তোর আদায় করা পেনাল্টি থেকে বার্সেলোনার জয় প্রায় নিশ্চিতই মনে হয়েছিল। কিন্তু এস্পানেয়ল গোলরক্ষক দিয়েগো লোপেজকে পরাস্ত করতে পারেননি মেসি। বাঁ-দিকে ঝাঁপিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের শক্তিশালী শট রক্ষা করেন লোপেজ।
আসরের আরেক ম্যাচে হেরে বসেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। দিয়েগো কস্তার তিন ম্যাচে চতুর্থ গোলে এগিয়ে থাকা ডিয়েগো সিমিওনের দল সেভিয়ার কাছে হেরেছে ২-১ ব্যবধানে। তাও আবার ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপালিটানে। দিনের বাকি ম্যাচেও একই ভাগ্য বরণ করতে হয়েছে আলাভেসকে। পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় মৌসুমে নবরূপে দেখা দেয়া ভ্যালেন্সিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ