Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেও হেরে গেলেন নেইমার

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : রীতিমত গোল উৎসব করে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। চোট কাটিয়ে দলের ফেরার শঙ্কা উড়িয়ে শুরু থেকেই মাঠে থাকা নেইমার একাই করেছেন ৪ গোল, করিয়েছেনও দুটি। এ বীরোচিত নৈপূণ্যের পরও নেইমারের প্রতি সন্তুষ্ট হতে পারেননি পিএসজি সমর্থকরা! আসলে ব্রাজিলিয়ান তারকা হেরে গেছেন মানবতার কাছে।
দল তখন ৭-০ গোলে এগিয়ে। হ্যাটট্রিক হয়ে গেছে নেইমারের। এমন সময় পেনাল্টি পায় পিএসজি। অনেক ঝামেলা ঝঞ্ঝাট শেষে দলের পেনাল্টি নেয়ার একক দাবিদার এখন নেইমার। নিয়ে গোল করেছিলেন। কিন্তু নিয়ম যতই হোক, এদিন স্পট কিকটি নেয়ার জোর দাবিদার ছিলেন রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা এডনসন কাভানি। দর্শক গ্যালারি থেকেও কাভানির পক্ষে ভেসে আসছিল ¯েøাগান। কিন্তু সবকিছু উপক্ষো করে শট নেন নেইমারই। অথচ তিনি যখন বার্সেলোনার খেলোয়াড় তখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও নিজে শট না নিয়ে নেইমারকে দিয়ে পেনাল্টি নেয়ায়েছেন লিওনেল মেসি।
আগেই এক গোল করে পিএসজির হয়ে জøাতান ইব্রাহিমোভিচের করা সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কাভানি। সুযোগ ছিল পেনাল্টির মাধ্যমে নিজ মাঠে দর্শকদের সামনে রেকর্ডটা নিজের করে নেয়ার। আজ হোক কাল হোক সুইডিশ তারকাকে টপকে হয়ত নতুন ইতিহাস গড়বেনই উরুগুয়ান তারকা। কিন্তু ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে কাক্সিক্ষত মুহূর্তের সাক্ষি হতে পারার সুযোগ কি মিলবে। দর্শকরাও সেটা বুঝেছিলেন। কিন্তু বুঝলেন না কেবল নেইমার।
চার গোল করলেও প্রিয় তারকার এমন ব্যবহার মেনে নিতে পারেননি ভক্তরা। গ্যালারি থেকে তাই আসতে থাকে দুয়োর ঢেউ। পরে হয়ত ভুলটা বুঝতে পেরেছিলেন সাবেক বার্সা তারকা। যে কারণে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়াতে নাড়াতে মাঠ থেকে বের হন।
তবে ম্যাচ শেষে দলটির অধিনায়ক থিয়াগো সিলভা বললেন ভিন্ন কথা। তার মতে, ‘না, মাঠ ছাড়ার সময় সে বিরক্ত ছিল বলে আমার মনে হয় না। কিছু সমর্থক তার বিরুদ্ধে ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ শেষের স্কোরলাইন ও জয়।’ নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ বলেন, ‘এদির (কাভানি) রেকর্ড আসবে। সে সবসময় গোল করে। এই বছরে এখনও অনেক ম্যাচ আছে। সব রেকর্ডই সে ভাঙবে।’
এই চার গোল মিলে লিগে নেইমারের গোল এখন ১৫টি, ২১টি কাভানির। এদিন অ্যাঞ্জেল ডি মারিয়া করেন জোড়া গোল, বাকিটা কিলিয়ান এমবাপের। লিগ জয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকল পিএসজি।

 



 

Show all comments
  • কাসেম ১৯ জানুয়ারি, ২০১৮, ৩:২৫ এএম says : 0
    দেখা যাক কার রেকর্ড কে ভাঙ্গতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ