মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ইসরাইলস্থ দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারত সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তার প্রত্যাশা এক বছরের মধ্যেই জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে। এরমধ্যেই গত বুধবার নেতানিয়াহু’র ওই দাবিকে দৃশ্যত নাকচ করে দিলেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। নেতানিয়াহু’র ওই মন্তব্য সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, এ বছরের শেষদিকে কি মার্কিন দূতাবাস স্থানান্তর করা হচ্ছে? জবাবে ট্রাম্প ওই বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে। এখনই দূতাবাস হস্তান্তরের দিকে নজর দেওয়া হচ্ছে না। এর আগে গত ডিসেম্বরের গোড়ার দিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন ট্রাম্প। তার ওই ঘোষণা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোসহ দুনিয়াজুড়ে সমালোচনার জন্ম দেয়। ট্রাম্পের ওই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও বলেছেন, তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরে অন্তত তিন বছর সময় লাগবে। ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার প্রেক্ষিতে এরইমধ্যে অসলো চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল পিএলও। এর মধ্য দিয়ে ইসরাইলকে দেওয়া স্বীকৃতি স্থগিত করতে যাচ্ছে দলটি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।