Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের এগিয়ে রাখলেন রুবেল

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। তবে মাশরাফির দলের আসল পরীক্ষা হবে আগামীকাল। শ্রীলঙ্কর বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এদিন টাইগারদের প্রতিপক্ষ লঙ্কানরা। প্রথম ম্যাচের তুলনায় এদিন স্পোর্টিং উইকেটে খেলা হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে পেসারদের। এতে একটুও বিচলিত নন বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন। তার মতে সিরিজে শক্তিমত্তার বিচারে বাংলাদেশী পেসাররাই এগিয়ে।
ফ্লাট উইকেট হলেও প্রথম ম্যাচে বাংলাদেশের পেসারদের পারফর্ম্যান্স ছিল দুর্দান্ত। সেই ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে রুবেল বলেন, ‘শ্রীলঙ্কা দলে ভালো পেসার আছে। আমাদেরও দলে ভালো পেস বোলার আছে। তবে আমার মনে হয় আমরাই সেরা। আমরাই এগিয়ে থাকবো।’
জিম্বাবুয়ের বিপক্ষে বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ। ১ ওভার বাকী থাকতেই ১৭০ রানে জিম্বাবুয়েকে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ৩টি ও সানজামুল ইসলাম ১টি উইকেট নেন। পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন নেন ২টি করে, বাকিটা নেন মাশরাফি বিন মর্তুজা।
বোলারদের এমন পারফরমেন্স সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশা করছে বাংলাদেশ। এমনটা মানেন রুবেলও। তাই শ্রীলঙ্কার চেয়ে বোলিং অ্যাটাকে বাংলাদেশ এগিয়ে বলে জানালেন তিনি, ‘মাশরাফি ভাই খুব টাচে আছে। সে সবসময় ভালো বোলিং করে। মুস্তাফিজও ভালো করছে। ভালো জায়গায় বল করছে। এটা খুব ভালো অপশন। তাই আমাদের দলেই বেশি ভালো পেস বোলার আছে। আমার কাছে মনে হয় আমরাই সেরা। বোলিং-এ বাংলাদেশকেই এগিয়ে রাখব।’
এই ম্যাচে প্রতিপক্ষের বিবেচনায় থাকবে আরো একটি নামÑ লঙ্কান কোচ চন্ডিকা হাথরুসিংহে। যিনি এতদিন ছিলেন মাশরাফিদের দায়ীত্বে। তাই এটি কোন চ্যালেঞ্জ কি-না? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘আমরা গত ম্যাচ দারুণ খেলছি। এই ধারাবাহিতটা ধরে রাখার চেষ্টা করব। হাথুরুসিংহে প্রতিপক্ষ দলের কোচ। আমরা এতো কিছু নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের ম্যাচ জিততে চাই। আমরা পেস বোলারা, স্পিনারা, ব্যাটসম্যানরা সেভাবেই প্রস্তুত। আমাদের হোম কন্ডিশনে খেলা। আমি জানি আমরা কতটা বেশি কার্যকরী। আমরা আগে কিভাবে সফল হয়েছি। এই ব্যাপারটা সবাই জানে। অনেক সিনিয়র ক্রিকেটার আছে তার জানে কি করতে হবে। তারা খুব সহায়তা করে। সবাইকে সাহায্য করছে। হাথুসিংহে কিংবা শ্রীলঙ্কা কোনো ফ্যাক্টর না। আমরা এসব মাথায় নিচ্ছি না।’
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ’ উইকেট নেন রুবেল। ভবিষ্যতে নিজের উইকেট শিকারের সংখ্যাটা কোথায় দেখতে চান রুবেল! তিনি বলেন, ‘একশটা উইকেট পেয়েছি আট নয় বছরে। এর মধ্যে এক বছর ইনজুরিতে ছিলাম। অনেক বছর লাগলো। নির্ভর করে কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবো। তারপরও চাই ২৫০-৩০০ উইকেট পেতে। এতে ভালো লাগবে। তবে কাজটা কঠিন। কিন্তু আশা করতে দোষ কি? স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে তো দোষ নাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ