Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে রোনালদিনহো

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আগে কার ফুটবলে ভক্তরা মাত হয়ে থাকতেন? উত্তরে সবার আগে চলে আসবে রোনালদিনহোর নাম। ক্যারিযারের শুরুতে যাকে বন্ধু ও বড়ভাই মানতেন মেসি। বিশ্বকাপজয়ী সেই ব্রাজিলিয়ান তারকা এবার পাকাপাকিভাবে ফুটবল থেকে অবসর নিলেন।
দীর্ঘ তিন বছর ধরে মাঠের বাইরে থাকলেও অফিসিয়ালি অবসরের ঘোষনা দেননি রোনালদিনহো। এবারো অবশ্য ঘোষণাটা তার কাছ থেকে আসেনি। তবে তার অবসরের ব্যাপারটা নিশ্চিত করেছেন তার ভাই ও এজেন্ট রবার্তো অ্যাসিস।
২০১৫ সালে সর্বশেষ ফ্লুমিনেন্সের হয়ে পেশাদারি ফুটবলে মাঠে নেমেছিলেন ব্রাজিলের হয়ে ১০১ ম্যাচে ৩৫ গোল করা ৩৭ বছর বয়সী রোনালদিনহো। মাঠের বাইরে উদ্দোম জীবনজাপনের জন্য বার বার সামালোচিত হয়েছেন তিনি। ব্রাজিলের হয়ে ২০০২ সালে জেতেন বিশ্বকাপ। তার হাত ধরেই ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জেতে বার্সেলোনা। ২০০৬ সালে ব্যালন ডি আর জেতেন তিনি। ২০০৪ ও ২০০৫ টানা দুই বছর হন ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
গ্রেমিওর হয়ে পেশাদারি ফুটবল শুরু করা রোনালদিনহো ইউরোপে খেলেছেন মিলান ও পিএসজিতেও। রোনালদিনহোর অবসরের বিষয়টা নিশ্চিত করে অ্যাসিস বলেন, ‘রোনালদিনহোর ফুটবল ক্যারিয়ার শেষ। সে বিদায় নিতে যাচ্ছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ