মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শরণার্থী বিষয়ক জাতিসংঘের এজেন্সি ইউএনএইচসিআরকে পাশ কাটিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁস। তিনি বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের আদি বাসাবাড়িতে ফিরে যেতে দিতে হবে। তাদেরকে মিয়ানমারে ফিরে যাওয়ার পর কোনো আশ্রয়শিবিরে রাখা যাবে না। যদি আশ্রয় শিবির থেকে তাদেরকে মিয়ানমারের শিবিরে ফেরত পাঠানো হয় তাহলে তা হবে সবচেয়ে ভয়াবহ বিষয়। কিন্তু রোহিঙ্গা ফেরত পাঠানোর বিষয়ে ইউএনএইচসিআর’কে যুক্ত করা হয়নি। তাই মহাসচিব গত মঙ্গলবার এ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ সদর দফতরে তিনি এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, (রোহিঙ্গা প্রত্যাবাসন) অপারেশন যাতে আন্তর্জাতিক মান অনুসরণ করে চলে তা নিশ্চিত করার জন্য এ প্রক্রিয়ায় ইউএনএইচসিআরকে যুক্ত রাখা হবে। উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে ১০ বছর এ সংগঠনের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন গুতেরাঁস। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।