Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় কুর্দি সেনাদের সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি সেনাদের প্রতি প্রদত্ত সমর্থন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের আর সমর্থন করে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এর আগে সিরীয় কুর্দি সেনাদের অস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। সীমান্তে বিশাল কুর্দি সেনাদের বহর নিয়ে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা আসলো। সিরিয়ার কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটকে আইএস মোকাবেলায় সবচেয়ে কার্যকরী সহযোগী হিসেবে মনে করে আসছে। তাদের অস্ত্র, বিমান হামলা ও প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করেছিলো মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়ার আলেপ্পো প্রদেশের আফ্রিন অঞ্চলে প্রায় ৮-১০ হাজার কুর্দি সেনা রয়েছে। পেন্টাগনের মুখপাত্র মেজর আদ্রিয়ান রানকিন বলেছেন, মার্কিন জোট আফ্রিন এলাকায় কুর্দি সেনাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, ‘আমরা তাদের আমাদের অংশ মনে করি না। তারা সেখানে কি করছে আমরা জানি না এবং সমর্থন করি না। আমরা কোনোভাবেই তাদের সঙ্গে সংশ্লিষ্ট নই।’ আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ