Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্ষিক প্রবৃদ্ধি হার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে চীন

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের অর্থনীতি ২০১৭ সালের বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিপুল পরিমাণ ঋণ ও দূষণ ছড়ানো কারখানাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পরেও এ অর্জন সম্ভব হয়েছে। গত বছরে চীনের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ৬ দশমিক ৫ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে বলে জানায় ১১ জন আর্থিক খাতের বিশেষজ্ঞ নিয়ে গড়া বিশ্লেষক পুল। এছাড়া গত বছরের প্রবৃদ্ধি তার আগের বছরের ৬ দশমিক ৭ শতাংশকেও ছাড়িয়ে গেছে। ২০১৬ সালের ওই প্রবৃদ্ধি ছিল সিকি শতকের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। গত সপ্তাহে প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছিলেন, তিনি আশা করছেন প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশের কাছাকাছি থাকবে। আগামীকাল সরকারের পরিসংখ্যান ব্যুরোর এ বিষয়ে তথ্য প্রকাশ করার কথা। জেপি মরগান চেজের অর্থনীতিবিদ শাইউ গুয়ো এএফপিকে বলেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৭ সালের বাজার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। গুয়ো উল্লেখ করেন, বছরের প্রথম তিনটি ত্রৈমাসিকের স¤প্রসারণে নেতৃত্ব দিয়েছিল কাঠামো ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ এবং এতে সহায়তা করেছিল শক্তিশালী ভোগ ও উন্নত হওয়া বহিঃস্থ চাহিদা। বাণিজ্য এখনো প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। গত সপ্তাহের উপাত্তে দেখা গেছে, ২০১৭ সালে রফতানি ও আমদানি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক অর্থনীতির চাঙ্গাভাব এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো গুরুত্বপূর্ণ বাজারের শক্তিশালী পুনরুদ্ধার এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। দেশের ঋণ বড় অংশে কমানো এবং অব্যাহত দূষণ কমানোর জন্য সরকারের চেষ্টা সত্তে¡ও অভ্যন্তরীণ উন্নয়ন বজায় রয়েছে। সরকারের এ উভয় প্রচেষ্টাই জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হয়েছিল। বিশ্লেষকরা জানিয়েছেন, শেষ ত্রৈমাসিকে অর্থনীতি প্রথম তিন ত্রৈমাসিকের ৬ দশমিক ৮ থেকে সামান্য কমে ৬ দশমিক ৭-এ পৌঁছেছে। গুয়ো জানান, অক্টোবর-নভেম্বরের উপাত্তে ম্যানুফ্যাকচারিং খাতে সংযতভাব দেখা গেছে। তিনি বলেন, এটি শীতের মাসগুলোয় সরকারের কঠোর পরিবেশ সুরক্ষা নীতির প্রতিফলন। চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাককোয়ার গ্রুপের চীনা অর্থনীতির প্রধান ল্যারি হু বলেন, চীন (ম্যাক্রো পর্যায়ে) ২০১৭ সালে আবার পরিপূর্ণ বিস্ময়ের জন্ম দিল। তবে ভালো খবর হলো, এগুলোর বেশির ভাগই ধনাত্মক। সোসিয়েতে জেনারেলের প্রধান চীনা অর্থনীতিবিদ ওয়েই ইয়াও পূর্বাভাস দেন, চলতি বছরেও চীনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। এএফপিকে ওয়েই বলেন, চীনের অর্থনীতি ২০১৭ সালে শক্তিশালী অবস্থানেই শেষ করেছে বলে মনে হচ্ছে এবং এ গতিধারা বিশেষত বহিঃস্থ চাহিদার ফলে যে গতি অর্জন হয়েছে, সেটি হয়তো ২০১৮-তেও অব্যাহত থাকবে। রিজার্ভ হিসেবে জার্মানি ইউয়ান ব্যবহার করবে: জার্মানির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা রিজার্ভে চীনের মুদ্রা ইউয়ান যোগ করবে। এতে এ কারেন্সিটিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টার পালে জোর হাওয়া লেগেছে এবং দুই বছরের মধ্যে ইউয়ানের দর সর্বোচ্চ পৌঁছেছে। বুন্দেসব্যাংক জানায়, গত জুলাইয়ে তারা রেনমেনবিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মুদ্রাটির ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নেয়। অবশ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেনি, কবে থেকে বা কী পরিমাণে তারা এ মুদ্রা ক্রয় করবে। উল্লেখ্য, ইউয়ানের আরেক নাম হচ্ছে রেনমেনবি। বুন্দেন্স ব্যাংক বোর্ডের সদস্য ইয়াকিম ভুয়েরমেলিং সোমবার এএফপিকে বলেন, রেনমেনবি গ্রহণ করার সিদ্ধান্ত আমাদের দীর্ঘমেয়াদে বৈচিত্র্য কৌশলের অংশ এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় চীনের মুদ্রাটির ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন। তিনি আরো বলেন, জার্মানির কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ‘ঝুঁকি ও সুবিধা পরিমাপ করার মাধ্যমে’ এর কারেন্সি রিজার্ভের গঠন পর্যালোচনা করে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ