Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের বোধশক্তি ঠিক আছে, ওজন কমানোর পরামর্শ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউজের চিকিৎসক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোধশক্তি পরীক্ষা করে তাতে তারা কোন অস্বাভাবিকতা খুঁজে পাননি। ট্রাম্প স্বাস্থ্যের অবস্থাও চমৎকার, পরীক্ষা নিরীক্ষার পর এমন কথাই বলছেন চিকিৎসকরা। তবে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে ট্রাম্পকে। নিয়মিত শরীরচর্চা করতে হবে। ছয় ফুট তিন ইঞ্চি লম্বা ট্রাম্পের বর্তমান ওজন ১০৮ কেজির বেশি। তাকে ৫-৭ কেজি ওজন কমানোর পরামর্শ দেয়া হয়েছে। চিকিৎসক রনি জ্যাকসন বলছেন, ‘তার (ট্রাম্প) বোধশক্তি বা স্নায়ুবিক বিষয়গুলো নিয়ে আমার কোন উদ্বেগ নেই’। গত সপ্তাহে তিন ঘণ্টা ধরে মিস্টার ট্রাম্পের শারীরিক চেক আপ করেছিলেন চিকিৎসকরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিলো তার প্রথম এ ধরনের শারীরিক পরীক্ষা। বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ