রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজার অফিস
টেকনাফের ৪ ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে টেকনাফ সদর ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহান মিয়া, সাবরাংয়ের নুর হোসেন, সেন্টমার্টিনে নুর আহমদ ও বাহারছড়ায় আওয়ামী লীগের মাওঃ আজিজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২২ মার্চ মঙ্গলবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা টেকনাফ উপজেলা কন্ট্রোল রুম হতে এ ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া ৩৬ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত আসনের নারী সদস্যের বিজয়ীর ফলাফলও ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মূল প্রার্থীরা হলেনÑ টেকনাফ সদরে মোঃ শাহজাহান মিয়া (আনারস), জিয়াউর রহমান (ধানের শীষ) ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (নৌকা)। সাবরাংয়ে নুর হোসেন (টেলিফোন), সোনা আলী (নৌকা) ও সোলতান আহমদ (ধানের শীষ)। বাহারছড়ায় মাওঃ আজিজ উদ্দিন (নৌকা), মাওঃ রফিকুল্লাহ (ঘোড়া) ও মোঃ সেকান্দর (ধানের শীষ)। সেন্টমার্টিনে নুর আহমদ (ঘোড়া), মুজিবুর রহমান (নৌকা) ও মাওঃ আবদুর রহমান (ধানের শীষ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।