Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় বিএনপির প্রার্থীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চুঙ্গাপাশা এবতেদায়ী মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে। ওই কেন্দ্রের দায়িত্বরত কলাপাড়া থানার এসআই ফেরদৌস হোসেন বাদী হয়ে বিএনপি চেয়ারম্যান প্রার্থী মজিবুর হাং ফকিরসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া ওই মামলায় আরো ৩/৪ শতাধিক অজ্ঞাতকে উল্লেখ আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কামরুল (২৩) ও মনির (২০) গ্রেফতার করেছে বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, মামলার আসামিদের মধ্যে দুজন গ্রেফতার হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলাপাড়ায় বিএনপির প্রার্থীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ