Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমাদের দলে বিকল্প অনেক’

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। দলের এমন পারফরমেন্সে বেশ খুশী বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। এ ম্যাচের মাধ্যমে দলের রিজার্ভ বেঞ্চের শক্তিমত্তা যে কেমন তা উপলবদ্ধি করতে পেরেছেন হ্যালসল। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মানছেন তিনি।
হ্যালসল বলেন, ‘আমাদের দলে এখন বিকল্প অনেক। প্রতিটি জায়গায় একজনের বিকল্প আছে। মেহেদী হাসান মিরাজের মতো মেধাবী অপ-স্পিনারও টিম কম্বিনেশনের কারণে একাদশের বাইরে। প্রথম ম্যাচে সুযোগ হয়নি তার। পেস বোলারদের ক্ষেত্রেও একই অবস্থা। সাইফ-রাজুরা অপেক্ষায় আছে সুযোগের জন্য। আর ব্যাটসম্যানদের জন্য একাদশে জায়গা পাওয়া আরও কঠিন হয়ে গেছে। সৌম্য-ইমরুলদের লড়াই করতে হচ্ছে।’
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে লড়াই করার সুযোগই দেয়নি বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং জয় নিশ্চিত করে টাইগারদের। ব্যাট-বল হাতে আবারো উজ্জ্বল ছিলেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রশংসায় হ্যালসল বলেন, ‘মিরপুরে আবার খেলতে নামাটা ছিল দারুণ। ছেলেরা এখানে খেলতে উপভোগ করে। গত ম্যাচের পারফরম্যান্সও ছিল তৃপ্তিদায়ক। রাতে হোটেলে ফেরার সময় ক্রিকেটারদের মুখে যে হাসি দেখা গেছে, সেটিই সবকিছু বলে দিচ্ছিল। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করে। কালকের পারফরম্যান্সও ছিল দারুণ।’ প্রায় ১৫ মাস পর মিরপুরের ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই জয় ছিনিয়ে নেয় টাইগাররা।
আগামী ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। লঙ্কানদের শক্তিশালী দল হিসেবেই মানছেন বাংলাদেশের সহকারী কোচ হ্যালসল। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা খুব আলো একটি দল। আমরা জানি ওরা কি রকম খেলে। তাদের দলে ম্যাথিউস ও লাকমলের মতো ভালো কিছু অসাধারণ খেলোয়াড় আছে। আর হাথুরুর মতো ভালো কোচ আছে। তবে আমাদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি।’
শ্রীলঙ্কা যে ভয়ংকর দল সেই ব্যাপারে বলতে গিয়ে হ্যালসল আরও বলেন, ‘গেল বছরের জুনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা দেখেছি ভারতকে হারিয়েছে তারা। যদিও স¤প্রতি তারা ভালো খেলছে না। তার মানে এই না যে ম্যাচে তারা ভালো খেলবে না। তার বিশ্বমানের দল। যেকোন সময় জ্বলে উঠতে পারে।’
হঠাৎ করেই বাংলাদেশের কোচের পদ ছেড়ে নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। এতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পরিকল্পনায় শ্রীলঙ্কা অনেক বেশি সুবিধা পাবে বলে মনে করছেন অনেকেই। তবে এমন ধারণার সাথে মোটেও একমত নন হ্যালসল, ‘চন্দিকা খুব ভালো কোচ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রান করেছে তামিম ইকবাল, উইকেট নিয়েছে সাকিব আল হাসান। চন্দিকা তো শ্রীলঙ্কার হয়ে রান বা উইকেট নিতে পারবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ