Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিনই রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট!

গবেষণা প্রতিষ্ঠান ভিটিএসআইওএম পরিচালিত জরিপ

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভøাদিমির পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট। এমনটা মনে করেন দেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ। রাশিয়া সরকার মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ভিটিএসআইওএম পরিচালিত জনমত জরিপে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। গত সোমবার ওই জরিপ প্রকাশিত হয়। এ বছর ১৮ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে আবারো পুতিন অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ জরিপ পরিচালনা করে ভিটিএসআইওএম। তাতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৮১.১ ভাগ মানুষ সমর্থন করবেন পুতিনকে। এর ফলে অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না। নির্বাচনে রাশিয়ান কমিউনিস্ট পার্টি সমর্থন দিচ্ছে একজন কৃষক পাভেল গ্রæডিনিনকে। জরিপে দেখা যাচ্ছে, তাকে সমর্থন করছেন শতকরা ৭.৬ ভাগ ভোটার। অন্যদিকে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন ভøাদিমির জিরিনোভস্কি। তাকে সমর্থন করছেন শতকরা ৪.২ ভাগ ভোটার। এ ছাড়া প্রার্থী হওয়ার কথা টিভি উপস্থাপক কসেনিয়া সোবচাক, বিরোধী ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি। তাদেরকে সমর্থন করছেন শতকরা মাত্র ০.৭ ও ০.৬ ভাগ ভোটার। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল কমিশনার ফর এন্ট্রিপ্রিনিউরস রাইটসের প্রার্থী বরিস টিটোভ পাবেন শতকরা ০.৩ ভাগ ভোটার। ৮ থেকে ১০ই জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় টেলিফোনে। এ সময়ে ১৮ বছরের বেশি এমন তিন হাজার রাশিয়ানের ওপর জরিপ চালানো হয়। আইএএনএস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ