Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লিবিয়ায় বিমানবন্দরে হামলায় হতাহত ৮৯

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ভোরে এক হামলায় ২০ জন নিহত ও অপর ৬৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজন রয়েছে। ত্রিপোলি’র ফিল্ড হসপিটালের পরিচালক আব্দুদদায়েম আল-রাবরি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, এমইটিগা আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের ঘটনায় অনেকে গুরুতর এবং অনেকে সামান্য আহত হয়েছে। এর আগে রাবরি আহতদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে নির্দেশ দেন। তিনি আরো জানান, সোমবার সকালে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে একদল হামলাকারী বিমানবন্দরে হামলা চালায়। স্পেশাল ডিটারেন্ট ফোর্স-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধীদের ওই মিলিশিয়া বাহিনীটি বশির আল-বাকারাহ্ নামে পরিচিত। এরা জেল থেকে পালিয়ে মিলিশিয়া বাহিনীটিতে যোগ দিয়েছে। দিব।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ