Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরুক্ষেত্রে নৃশংসতায় ক্ষত-বিক্ষত কিশোরী

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে দলিত স¤প্রদায়ের ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুরুক্ষেত্র জেলায় ঝাসা এলাকার ওই কিশোরী গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। ১১ জানুয়ারি তার লাশ উদ্ধার করা হয়। কুরুক্ষেত্র জেলার স্থানীয় রোহতকের পিজিআইএমএসের ফরেনসিক বিভাগের প্রধান এস কে দত্তারবল জানিয়েছেন, ওই কিশোরীর দেহে মোট ১৯ জায়গায় ক্ষতচিহ্ন ছিল। মুখ, মাথায়, বুক ও হাতেই বেশি ক্ষত দেখা যায়। কিশোরীর ফুসফুস ফেটে গেছে। এই কর্মকর্তা বলেন, সম্ভবত কেউ ওর বুকের ওপর বসে পড়ার ফলে এটা হয়েছে বলে মনে করা হচ্ছে। গোপনাঙ্গেও কিছু ঢুকিয়ে দেওয়ার ফলে মারাত্মক ক্ষত হয়েছে। সম্ভবত তিন থেকে চারজন মিলে ওই কিশোরীর ওপর নৃশংস নির্যাতন চালায়। এরপর কিশোরীকে পানিতে ফেলে দেওয়া হয় বলেও ময়নাতদন্তে জানা গেছে। ওই কিশোরীকে শেষবার তাদের গ্রামেরই ২০ বছর বয়সী এক তরুণের সঙ্গে দেখা গিয়েছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, হত্যাকান্ডের সঙ্গে ওই তরুণের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ