Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে পোপের সতর্কবাণী

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সারাবিশ্বে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একইসঙ্গে সবাইকে পরমাণু অস্ত্র নির্মূলে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লাতিন আমেরিকার চিলি ও পেরু সফরে যাওয়ার পথে সোমবার বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পোপ। পোপ ফ্রান্সিসপোপ বলেন, পরমাণু অস্ত্রসহ বিধ্বংসী অস্ত্রগুলো সামরিক দিক দিয়ে যুক্তিহীন এবং গোটা মানবজাতির জন্য হুমকি সৃষ্টি করছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মাঝেই স¤প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভুল ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেতের কারণে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, এজন্যই পোপ ওই হুঁশিয়ারি উচ্চারণ করে থাকতে পারেন। তবে পোপ ফ্রান্সিস তার বক্তব্যে হাওয়াই বা উত্তর কোরিয়ার নাম উল্লেখ করেননি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু অস্ত্রের হামলায় নিহত এক শিশুর ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। চলতি বছরের শুরুতেও এই ছবিটি প্রকাশ করে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন পোপ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ