Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃনগর ট্রেনে বহন করা হয় ফেনসিডিল

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
ঢাকা-চিলাহাটিগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে বহন করা হচ্ছে ভারতীয় ফেনসিডিল। ফলে এই ট্রেনের যাত্রীরা প্রায় বিব্রতকর অবস্থায় পড়ছেন। দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বহন করা হলেও আইন প্রয়োগকারী সংস্থা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর ট্রেনটিতে শতাধিক ফেনসিডিল আসার গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর জিআরপি জেলার পুলিশ সুপার তানজিলুর সিদ্দিকির নেতৃতে সৈয়দপুর জিআরপি থানার একদল পুলিশ গত বুধবার উক্ত মালামালের নজরদারিতে গাড়ীতে চিলাহাটি আসে। গাড়ীতে ফেনসিডিলের সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে হাজারো জনতার ভিড় জমে। ট্রেনের এসি কামড়ার পানির টেংকির ভিতর থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তঃনগর ট্রেনে বহন করা হয় ফেনসিডিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ