রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুর পৌরসভায় বৈধ, অবৈধ মিলে ৪২টি করাতকল রয়েছে। এসব করাতকলে রাতদিন ২৪ ঘণ্টা অবাধে চেড়াই করা হয়েছে বন বিভাগের মূল্যবান বৃক্ষ। টাঙ্গাইল বনবিভাগের সখিপুর সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সখিপুর পৌরসভা অবস্থিত। বন আইনে আছে পৌরসভা ব্যতীত সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিঃমিঃ মধ্যে কোন করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু পৌরসভা যদি বন বিভাগের জায়গার মধ্যে স্থাপিত হয় সে ক্ষেত্রে আইনগত কোন ব্যাখ্যা নেই। সঙ্গতকারণে সখিপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪২টি করাতকল রয়েছে। সখিপুর পৌরসভার ভিতর বহেড়াতৈল রেঞ্জের বহেড়াতৈল সদর, এম এম চালা, ডিবি গজারিয়া (কৈয়ামধু), কচুয়া এবং হতেয়া রেঞ্জের কালিদাস বিটের বনভূমি রয়েছে। পৌরসভা ছাড়াও সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অবৈধভাবে গড়ে উঠেছে ৭৫টি করাতকল। সখিপুর পৌরসভার করাতকল মালিক সমিতির সম্পাদক আঃ মালেক বলেন, পৌরসভায় ৪টি করাতকলের লাইসেন্স রয়েছে বাকী করাতকলগুলোর লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। সখিপুর পৌরসভায় কোন অবৈধ করাতকল থাকলে তা উচ্ছেদে বনবিভাগসহ প্রশাসন সবাত্মক সহযোগিতা করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।