নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বিসিএলের প্রথম রাউন্ড থেকেই চলছিল ক্ষণ গণনা। সেবার সেঞ্চুরি পেলেও প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকের খুব কাছে গিয়ে থামতে হয়েছিল তুষার ইমরানকে। অবশেষে এলো সেই ক্ষণ। প্রইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম দিন শেষে ৪০ রানে অপরাজিত থাকার পথে তুষার পেরিয়েছেন কাক্সিক্ষত সেই মাইলফলক।
১০ হাজার রানের মাইলফলক ছুঁতে ১৪০ রান করতে হত তুষারকে। প্রথম রাউন্ডে একমাত্র ইনিংসে করেন ১০৫ রান। গতকাল ২৬ রান থেকে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে ছাড়িয়ে যান সেই মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৯ হাজার রানও নেই কারো। অনেকটা পিছিয়ে তালিকার দুইয়ে থাকা অলক কাপালির রান ৮ হাজার ৪৪০।
দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে কুয়াশার কারণে সাভারের তিন নম্বর মাঠে খেলা হয় মাত্র ৩৩ ওভার। তা থেকে ওয়ালটন মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলের মাত্র দুটি উইকেট নিতে পারে। মেহেদী হাসানকে ফেরান আবু হায়দার। ত্রিদেশীয় সিরিজে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার উইকেটের পিছনে ক্যাচ দেন এবাদত হোসেনকে খোঁচা দিতে গিয়ে। তুষারের সঙ্গে ৫৩ রানে ব্যাটে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। ২২ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে নামের তুষার।
তবে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের নায়ক কিন্তু একজনই, আবু জায়েদ। বিপিএল মাতানো এই মিডিয়াম পেসার ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সিলেটে গতকাল তুলে নেন বিসিবি উত্তরাঞ্চলের ৫ উইকেট। ৩ উইকেট নেন খালেদ আহমেদ। উত্তরাঞ্চলও গুটিয়ে যায় মাত্র ১৮৭ রানে। তবে পূর্বাঞ্চলও স্বস্তিতে নেই। ১৪ ওভারে ২৪ রান তুলতেই নেই তাদের ৪ উইকেট। একই কারণে সিলেটে খেলা হয় ৬৪ ওভার।
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
উত্তরাঞ্চল : ৪৯.৫ ওভারে ১৮৭ (ফরহাদ ৪০, নাজমুল ২৩, ধিমান ২৩; আবু জায়েদ ৫/৭১, খালেদ ৩/৩৬, সোহাগ গাজি ১/১৯)।
পূর্বাঞ্চল : ১৪ ওভারে ২৪/৪ (লিটন ৮, ফরহাদ রেজা ২/৮, শফিউল ২,১১)।
দক্ষিনাঞ্চল-মধ্যাঞ্চল
দক্ষিণাঞ্চল : ৩৩ ওভারে ১০৮/২ (শাহরিয়ার ৫৩*, তুষার ৪০*, আবু হাইদার ১/২৮)।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের
হয়ে সবচেয়ে বেশি রান
ক্রিকেটার ম্যাচ রান
তুষার ইমরান ১৫৪* ১০০০০
অলক কাপালি ১৫১* ৮৪৪০
রাজিন সালেহ ১৪২ ৮১৩৫
ফরহাদ ১২৩* ৭৩৯৭
আশরাফুল ১৪৪* ৭৩২৩
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।