Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ ফসকে ‘আমার বাংলাদেশ’!

সংবাদ সম্মেলনে হাতুরুসিংহে

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার, মিরপুর থেকে : ভারত সফরের গøানি নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে সিরিজের অপর দল জিম্বাবুয়ের মুখোমুখি হবে। তবে সিরিজে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় একটি নাম, চন্ডিকা হাতুরুসিংহে। যিন ক’দিন আগেও ছিলেন মাশরাফি-সাকিবদের কোচ, তিনিই আজ প্রতিপক্ষ লঙ্কার অধিপতি। তার বুদ্ধিমত্তা সম্পর্কে যেমন ধারণা আছে বাংলাদেশ দলের, তেমনি মাশরাফিদেরও খবর নখদর্পণে হাতুরুর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই সিরিজে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে শিষ্যদের কঠোর পরিশ্রম করিয়ে যাচ্ছেন এই লঙ্কান কোচ। তবে বাংলাদেশকে ছেড়ে গেলেও এখনও যে তার মেন গেঁথে আছে মাশরাফি-মুশফিকরা তা বোঝা গেল বেশ। গতকাল নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে অবচেতন মনেই ‘আমাদের দল বাংলাদেশ’ বলে ফেলেছেন সদ্য বিদায়ী এই কোচ।
বেশ মোটা অঙ্কের বেতন, পরিবারের সান্নিধ্য এবং সর্বোপরি দলে নিজের ‘কতৃত্ব’ নিয়েই শ্রীলঙ্কান ক্রিকেট দলে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন হাতুরু। লঙ্কান বোর্ডও তাকে দিয়েছে অবাধ ছুট, করেছে সংবিধান পরিবর্তন। আর তাইতো পূর্ণ সাধিনতা নিয়ে এসেই দলে বিশৃঙ্খলা ফেরাতে নিয়েছেন পদক্ষেপ, নিয়েছেন কঠোর হোডমাস্টারের ভূমিকা। আর তাতেই নাকি বদলে গেছে পরিবেশ, ছেলেদের মানসিকতা। একদিন আগে এলেও এরই মধ্যে ম্যাথ্যুজ-চান্ডিমালদের প্রস্তুতিতে সন্তুষ্ট হাতুরুসিংহে। তবে মনে করেন, এখনও উন্নতির জায়গা আছে অনেক। এই ত্রিদেশীয় সিরিজে এবং সামনের সময়টায় লঙ্কান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাবেন টাইগারদের সাবেক কোচ। নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি, ‘নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। একই সঙ্গে নতুন দল ও এই দলের যা স্কিল আছে, সেসব নিয়েও আমি রোমাঞ্চিত। দেশে খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। এখানেও (ঢাকায়) ঠিক ঠাক প্রস্তুতি চলছে। তবে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। সেটি নিয়েও আমি রোমাঞ্চিত।’
নিজের সদ্য সাবেক দল বাংলাদেশের শক্তি ও দুর্বলতার বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে পুরনো অভ্যাসের কাছে হার মানতে হয় পাথর হৃদয়ের হাতুরুকেও, ‘দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল। গত আড়াই বছরে একটি ছাড়া আমরা আর সিরিজ হারিনি। ‘আমরা’ বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশকে। ওরা ওয়ানডেতে খুব ভালো ক্রিকেট খেলছে। তারা নিজেদের ভূমিকা ও ম্যাচ পরিকল্পনা খুব ভালো করে জানে। সেদিক থেকে প্রতিপক্ষের জন্য এখানে খেলা অনেক চ্যালেঞ্জিং।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ