Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাজেদার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
শ্রীপুর এমসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মাজেদা খাতুন। ১৪ বছরের চঞ্চল কিশোরী। যে বয়সে পড়াশুনা ও খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় চটফট করছে। মাগুরা সাহেরা ক্লিনিকের ডা. শওকত হোসেন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মাজেদা জটিল কিডনি রোগে আক্রান্ত। তার একটি কিডনি অকেজো অন্যটি নষ্ট হওয়ার পথে। তাকে সুস্থ করতে বিদেশে নিয়ে কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ৭ লাখ টাকার প্রয়োজন।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাধ গ্রামের দরিদ্র গোলাপ মোল্লার মেয়ে মাজেদা খাতুন। মাজেদার বাবার সন্তানদের লেখাপড়া ও ভরণ-পোষণসহ পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতেই নিয়মিত হিমশিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন মেয়ে অসুস্থ। এমতাবস্থায় তার কিংবা পরিবারের পক্ষে মাজেদার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই পরিবারের পক্ষ থেকে বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
টিটুল আহমদ
সঞ্চয়ী হিসাব নং ৩৪১১৮৫৮৭
সোনালী ব্যাংক, শ্রীপুর শাখা, মাগুরা।
মোবাইল : ০১৭৫১৫৪৫২০৯, ০১৯১৩৫৬৩৭২২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাজেদার চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ