মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার নিন্দা জানিয়ে একে ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’ বলে আখ্যায়িত করেছেন। বৈঠকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জেরুজালেমকে ইসলাইলের রাজধানীর স্বীকৃতি দেয়া বিষয়ে রোববার রামাল্লায় ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিষদের এক বৈঠকে তিনি এ নিন্দা জানান। দুই ঘন্টাব্যাপী বক্তব্যে আব্বাস জোর দিয়ে বলেন, তিনি ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসনকে আর মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবেন না। এ সময় তিনি শান্তি প্রক্রিয়ায় আন্তর্জাতিক নেতৃত্বের আহŸান জানান। ১৯৯৪ সালে স্বাক্ষরিত অসলো শান্তি চুক্তি ভেঙ্গে ফেলায় তিনি ইসরাইলকে অভিযুক্ত করেন। চুক্তিটিই ছিল ফিলিস্তিন ও ইসলাইলের মধ্যকার সম্পর্কের ভিত্তি। তিনি বলেন, ফিলিস্তিন এর জবাব দেয়ার জন্য সব ধরনের কৌশল যাচাই করে দেখবে। পাশাপাশি আব্বাস জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালেই ও ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যানেরও কড়া সমালোচনা করেন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।